Bangla Dhadha

Best Bangla Dhadha – উত্তর সহ ধাঁধা

Rate this post

Best Bangla Dhadha – উত্তর সহ ধাঁধা: প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ধাঁধা প্রশ্ন ও উত্তর আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!

Best Bangla Dhadha

অতিশয় রাগী, দেয় ঘুম ভাঙ্গাইয়া;

কিছুতেই নাহি যায় বিছানা ছাড়িয়া।

এরূপ নিষ্ঠুর হয় না দেখি কখন;

দংশন করিয়া মােরে করে জ্বালাতন।।

উঃ—ছারপোকা।

[quads id=1]

Mojar Mojar Bangla Dhadha

বনে তার জন্ম, লোকে ফেলে দেয় বনে,
বনেই সৰ্ব্বদা থাকে জানে সৰ্ব্বজনে।।
ধন দিলে সেই নারী ভােগ করা যায়,
কিন্তু বেশ্যা নহে, কেবা বলে দাও তায়।

উঃ—নৌকা।

পদ নাই, কিন্তু বহু দূরে চলে যায়,
সুপণ্ডিত নয়, কিন্তু বিদ্যা-ভরা তায়।
মুখ নাই, কিন্তু বলে অনেক বচন,
কিবা তাহা বুঝে শুধু সুপণ্ডিতগণ।।

উঃ—পত্র

যুবতী ধরিয়া কণ্ঠে করে আলিঙ্গন।।
নিতম্বে রাখিয়া দেয় করিয়া যতন।।
শুরুজন থাকিলেও চক্ষেে উপরে।
লাজ লজ্জা পরিহরি কত শব্দ করে।।

উঃ-কলসী।

নয়ন সর্বাঙ্গে মাের, তবু আমি অন্ধ।
আমাতে ভরা মৃত দিয়া বন্ধ।।।
সশস্ত্র সর্বদা থাকি, শক্তি মাত্র নাই।
পদে যাহা আছে তাহা, শিরে পাবে ডাই।।

উঃ- আনারস।

[quads id=2]

সাজস্জায় সাজে ভাল করতে আনে ছল,
মুখেতে চুম্বন খেলে, হাসে খল খল।

উঃ- হুঁকো

পাখানাই উড়তে যায়, মুখ নাই ডাকে।
বুক ফেটে আলাে ছুটে কান ফাটে হাঁকে।

উঃ—মেঘ।

বাংলা উত্তর সহ ধাঁধা

মুখের কাছে পেলে তুমি খাও আমি খাই
খেয়ে শুধু মুখ ভরে পেট ভরে না ভাই।

উঃ—চুমু।

যেতে তাড়াতাড়ি আসতে ধীর,
পথের মাঝে পড়ে এক মহাবীর।।

উঃ—পায়খানা যাওযা

লক্ষ্মীর স্বামীর নাম কে বলিতে পার।
জানিব তাহার ভক্তি অতি বড়।

উঃ—নারায়ণ।

পাথরেতে পা দিতেই হল রমণী,
রমণীর নাম কি বাবলাে দেখি শুনি।

উঃ অহল্যা।

আঠাশ মাস মাতৃগর্ভে ছিল কোন জন,
বিস্তারিয়া সব কথা বল এখন।

উঃ হনুমান। |

থাকিতে গৃহে আপন স্বামী।
ভাগনে প্রেমে মজল মামী।

উঃরাধা।

[quads id=3]

কোন নারী দরশনে পূণ্য হয় বলে
আলিঙ্গনে মােক্ষলাভ শাস্ত্র তাই বলে
চুম্বন করিলে হয় পবিত্র জীবন।
কোন নারী আছে হেন জগতে এমন।

উঃ—গঙ্গা।

ভগিনীর প্রেমে কেবা মত্ত হয়েছিল
হরণ করিয়া তারে লইয়া পলাইল।

উঃ–অর্জুন।

দুইজন আছে দেবতা
তাদের দুজনের এগার মাথা।।

উঃ—পঞ্চানন, যড়ানন।

প্রথম কত শিষ্য সঙ্গে নিল যিশু
যে না বলতে পারে সেই হবে পশু।

উঃ- বারোজন

দাদা যারে মামা বলে বাবা বলে মামা
ছেলেও তাকে মামা বলে আমি বলি মামা।
নীচ শুদ্র কি সন্ন্যাসী সবাই বলে মামা
ভমণ্ডলে কেবা আছে এমন ধারা মামা।

উঃ-চাদ মামা, সূর্য মামা।

বাবা যারে, বলে বাবা মামা বলে বাবা
দেখে শুনে সবার শেষে আমিও বলি বাবা।

উঃ- ভলাবাবা

[quads id=4]

চিৎ করে ফেলে উপুড় হয়ে করে
এমন করে করে, গয়না শুদ্ধ নড়ে।

উঃ- শিলনোড়া

তিন অক্ষরে নাম তার বিছানাতে থাকে।
নর-নারী দেহে থাকে কি বলিয়া ডাকে।।
প্রথম অক্ষর লােপে মূল্য বােঝায়।
দ্বিতীয় অক্ষর লােপে সংখ্যা হয়ে যায়।।

উঃ-চাদর।

রেগে গিয়ে উঁচুতে যায়।
আকাশের মুখে দিই ছাই।।

উঃ- হাউএ

[quads id=2]

প্রঃ কোন রথের চাকা নেই?
উঃ দশরথে, ভগীরথের, সাথে, হতাশা।

প্রঃ রামকে কত রকম ভাবে ডাকা যায়?
উঃ রাম, বিরাম, আরাম, হারাম, ব্যায়াম, অবিরাম, বলরাম, শিবরান।

প্রাঃ কোন দেশ লালে লাল?
উঃ ভারতবর্ষে বংশী লাল, ব্রজলাল, কাঞ্জিলাল, জহরলাল, মদনলাল, মােহনলাল, মতিলাল, দেবী লাল, ভজন লাল।

প্রঃ কোন বরের সঙ্গে বরযাত্রী থাকেনা।
উঃ মুনিবর, ভাবীর, যদুর, সরােবর, নরবর, গােবর, কবর, খবর, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মান্যবর।

প্রঃ পৃথিবীতে কতজন রাণী আছে?
উঃ পাটরাণী, মেথরাণী, কেরাণী, চাকরানী, ময়ুরী, ঠাকুরানী, হারাণী, পরাণী।

প্রাঃ কোন খাওয়ায় পেট ভরে না?
উঃ লাথি খাওয়া, গালি খাওয়া, মার খাওয়া চড় খাওয়া, আছাড় খাওয়া, হাওয়া খাওয়া, ঝাঁটা খাওয়া, চুমু খাওয়া, ওকে খাওয়া, ঠেলা খাওয়া, জুতা খাওয়া।

[quads id=1]

প্রঃ কোন খানা খাওয়া যায় না?
উঃজচিড়িয়াখানা, কারখানা, জেলখানা, মুদিখানা, বৈঠকখানা, ডাক্তারখানা, ছাপাখানা, পায়খানা, শুড়িখানা।

প্রঃ কোন বাসা ভাড়া দেওয়া যায় না?
উঃ কাকের বাসা, চিলের বাসা, ঘুঘুর বাসা, বাবুইয়ের বাসা।

প্রাঃ কোন বাড়ীতে থাকা যায় না?
উঃযমের বাড়ী, ঢাকের বাড়ী, জুতা বাড়ী।

প্রঃ কোন ফুলে পূজা হয় না?
উঃ হাউস ফুল, সাকসেস ফুল, বিউটি ফুল, এপ্রিল ফুল, টেস্ট ফুল, ওয়াডার যুল, ভোমর ফুল।

প্রঃআমাদের দেশের লোক কোন শালা বললে রাগে না?
উঃ পাঠশালা, নাট্যশালা, বন্ধনশালা, কামারশালা, ধর্মশালা।

প্রঃ আমাদের দেশে কত লোক আছে?
উঃ ব্রিলােক, শীলাকে, ভূলোক, গোলক, ইহলােক, পরলােক, বদলােক, ছােটলােক ও ডপ্রলােক।

প্রঃ আমাদের দেশে পার্টি কতটা আছে ?
উঃ ঢ্যাংড়া পার্টি, ব্যান্ডপার্টি, শক্ৰপাটি, যাত্রা পার্টি, গুন্ডা পাটি, ছিনতাই পার্টি

[quads id=2]

আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: Best Bangla Dhadha – উত্তর সহ ধাঁধা পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!

Back to top button