Best Bangla Dhadha Question and Answer – মজার প্রশ্ন ও উত্তর প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন । আজকের আলোচনার বিষয়টি হচ্ছে সেরা মজার প্রশ্ন ও উত্তর আশা করি এই পোস্টের মাধ্যমে আপনার উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, তাই মনোযোগ দিয়ে পুরো লেখাটি পড়ুন!
Best Bangla Dhadha Question and Answer – মজার প্রশ্ন ও উত্তর
[quads id=1]
প্রঃ কোন রথের চাকা নেই?
উঃ দশরথে, ভাগীরথে, সাথে হজরত।
প্রঃ রামকে কত রকম ভাবে ডাকা যায়?
উঃ রাম, বিরাম, আরাম, হারাম, ব্যারাম, অবিরাম, বলরাম, শিবরাম।
প্রঃ কোন দেশ লালে লাল?
উঃ ভারতবর্ষে বংশী লাল, ব্রজলাল, কাঞ্জিলাল, জহরলাল, মদনলাল, মােহনলাল, মতিলাল, দেবীলাল, ভজন লাল।
প্রঃ কোন বরের সঙ্গে বরযাত্রী থাকে না?
উঃ মুনিবর, ভাবীবর, যদুবর, সরােবর, নরবর, গােবর, কবর, খৰব, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মান্যবর।
প্রঃ পৃথিবীতে কতজন রাণী আছে?
উঃ পাটরাণী, মেথরাণী, কোণী, চাকরানী, ময়রাণী, ঠাকুরাণী, হারাণী, পরাণী।
প্রঃ কোন খাওয়ায় পেট ভরে না?
উঃ লাথি খাওয়া, গালি খাওয়া, মার খাওয়া, চড় খাওয়া, আছাড় খাওয়া, হাওয়া খাওয়া, ঝাটা খাওয়া, চুমু খাওয়া, ওঁতাে খাওয়া, ঠেলা খাওয়া, জুতাে খাওয়া।
[quads id=2]
প্রঃ কোন শাড়ী পরা যায় না?
উঃ মসুর, নার্সারি, খেসারী, খেসারী।
প্রঃ কোন খানা খাওয়া যায় না?
উঃ চিড়িয়াখানা, কবখানা, জেলখানা,মুদিখানা, বৈঠকখানা, ডাক্তারখানা, ছাপাখানা, পায়খানা,শুডিখানা।।
প্রঃ কোন বাসা ভাড়া দেওয়া যায় না?
উঃ কাকের বাসা, চিলের বাসা, ঘুঘুর বাসা, বাবুইয়ের বাসা।
আরও দেখুন: Best Bangla Dhadha – উত্তর সহ ধাঁধা
প্রঃ কোন বাড়ীতে থাকা যায় না?
উঃ যমের বাড়ী, ঢাকের বাড়ী, জুতাের বাড়ী।
প্রঃ কোন ফুলে পূজা হয় না?
উঃ হাউস ফুল, সাকসেস ফুল, বিউটি ফুল, এপ্রিল ফুল, টেস্ট ফুল, ওয়াডার
ফুল, ডুমুর ফুল।
Best Bangla Dhadha Googly Question & Answer
প্রঃ আমাদের দেশের লােক কোন শালা বললে রাগে না?
উঃ পাঠশালা, নাট্যশালা, রন্ধনশালা, কামারশালা, ধর্মশালা।
প্রঃ আমাদের দেশে কত লােক আছে?
উঃ জত্রিলােক, স্ত্রীলােক, ভূলােক, গােলক, ইহলোেক, পরলােক, বদলােক, ছোটলােকও ভদ্রলোক।
প্রঃআমাদের দেশে পার্টি কতটা আছে?
উঃ চ্যাংড়া পার্টি, ব্যাপার্টি, শত্ৰপাটি, যাত্রাপাটি, গুণ্ডপার্টি, ছিনতাই পাটি ও রাজনৈতিক পার্টি।
প্রঃ আমাদের দেশে পাটি কতগুলাে আছে?
উঃ খেজুর পাটি, দাঁতের পাটি, দো-পাটি, শীতল পাটি।
[quads id=3]
প্রঃ কোন ফল গাছে ধরে না?
উঃ সুফল, সফল, কুফল, বিফল, গুণ ফল, পাপের ফল, ভাগফল, যােগফল ইত্যাদি।
প্রঃ আমাদের মা কত জন আছেন ?
উঃ দিদিমা, মাসীমা, মামীমা, জ্যাঠাইমা, কাকিমা. পিসিমা, অনিমা, প্রতিমা, চশমা, সুষম, নরমা, পায়জামা, এগজিমা, গুমা, বোমা, তামা।।
প্রঃ কোন সােনার গহনা হয় না?
উঃ বাবাসােনা, বেসােনা, হেসােনা, মিশােনা, চুযােনা, এসােনা, লক্ষ্মীসোনা,
Best Bangla Dhadha
প্রঃ আমাদের দেশে কতুলি দার আছে?
উঃ চৌকিদার, দোকানদার, তরফদার, সিকদার, মজুতদার, আড়তদার, হালদার ঝাড়ুদার, দফাদার।
প্রঃ কোনপড়ায় বই লাগে না?
উঃ ভেঙ্গেপড়া, জলেপড়া, পাতা পড়া, হাতাপড়া, জলপড়া, গায়েপড়া, ঘাড়েপড়া। প্রেমেপড়া, ঝরেপড়া, ফাদেপড়া।।
আরও দেখুন: ব্যাংক হলিডে ২০২৩
প্রঃ কোন দেশে লােক বা জনপ্রাণী নেই?
উঃ আদেশ, উপদেশ, সন্দেশ।
প্রঃ কোন চালে ভাত হয় না?
উঃ খড়ের চাল, টিনের চাল, টালির চাল, কথার চাল, দাবার চাল।
প্রঃ যম রাজারা কয় ভাই?
উঃ যমরাজা, সােমরাজা, দেবরাজ, মূবরাজা, ভৃঙ্গরাজা।
[quads id=4]
Bangla Mojar Dhadha With Answer
প্রঃ নারীদের কয়টি পতি?
উঃ শ্রীপতি, ভূপতি, নৃপতি, রঘুপতি, সুরপতি, স্থানপতি, যদুপতি, পশুপতি, রাষ্ট্রপতি, ভগ্নীপতি, উপপতি, প্রাণপতি।
প্রঃ শয্যা কত প্রকারের?
উঃ যুলসঙ্জা, সাজসজ্জা, আলোকসজ্জা, শরশয্যা।
প্রঃ আমাদের দেশে কতগুলি সাগর আছে?
উঃ মহাসাগর, গঙ্গাসাগর, বঙ্গোপসাগর, দানসাগর, বিদ্যাসাগর, হিমসাগর, দৱসাগর।
প্রঃ কোন ছানার সন্দেশ হয় না?
উঃ ছাগল ছানা, কুকুরের ছানা, বিড়াল ছানা, ইদুর ছানা।
প্রঃ কোন তালে রস নেই?
উঃ পাতাল, বেতাল, সাঁওতাল, মাতাল, হরতাল, হাসপাতাল, চৌতাল।
প্রঃ কোন পাতা গাছে ধরে না?
উঃ পাতের পাতা, বইয়ের পাতা, চোখের পাতা, কানের পাতা, দই পাতা, পাতা, বিছানা পাতা, পাত-পাতা, হাত পাতা।
[quads id=1]
প্রঃ কোন মানে গলা চুলকায় না?
উঃ বর্ধমান, বর্তমান, মর্তমান, আন্দামান, শক্তিমান, বুদ্ধিমান, অপান, বিমান, ধীমান, শ্রীমান, যজমান।
প্রঃ প্রস্তাবনা কয় ভাই ?
উঃ সত্যবান, মৃত্যু বান, অগ্নিবান, জাম্বুবান, ধনবান, ভাগ্যবান, বলবান, ভগবান, রূপবান, আরবান।
প্রঃ কোন বাজী ফাটে না?
উঃ রংবাজ, রকবাজী, ডিগবাজি, শিবাজী, বাবাজী, ধাপ্পাবাজী।
আরও দেখুন: ৩০+ পর্দাশীল নারীর পিক | ছবি | ফটো
প্রঃ ধৃতরাষ্ট্রের কয় ভাই ছিলেন?
উঃ ধৃতরাষ্ট্র, মহারাষ্ট্র, যুক্তরাষ্ট্র, পররাষ্ট্র, সরাষ্ট্র, উপরাষ্ট্র, সৌরাষ্ট্র।
প্রঃ হরি রা কয় ভাই ছিলেন ?
উঃ শ্রীহরি, প্রহরী, বাম হরি, ভজহরি, রাখহরি।
প্রঃ কোন কালিতে লেখা যায় না?
উঃ মাকালী, ঘটকালি, বােমকালি, ছিটকালি।
প্রঃ কোন বল খেলা যায় না?
উঃ বাহুবল, হরিবল, মনোবল, বাক্য বল।
প্রঃ কোন গ্রামে লোকজন অথবা ঘর নেই?
উঃ কিলোগ্রাম, মনােগ্রাম, টেলিগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, মিলিগ্রাম।
প্রঃ কোন কিল (সি) গায়ে লাগে না?
উঃ কোকিল, মুসকিল, উকিল, শালির কিল।
[quads id=2]
প্রঃ কোন সুর বাজে না?
উঃ অসুর, মুসুর, কসুর, বেনুর, ভাসুর।
প্রঃ কোন ফুল খাওয়া যায় না?
উঃ আবুল, ব্যাকুল, বিলকুল, অনুকুল, প্রতিকূল।
প্রঃ কোন চা খাওয়া যায় না?
উঃ চামটা, বেলচা, খোচা, পচা, খাঁচা।
প্রঃ আমাদের দেশে কয় প্রকার দা আছে?
উঃ রামদা, বড়দা, ছােটদা, বরদা, ময়দা, বাগদা, বান্দা, আন্ধা, মুলনা, কুমদা, শুকলা, শিয়ালদা।
প্রঃ কােন বাহিত তেল লাগে না?
উঃ মােমবাতি।
প্রঃ কোন হার গলায় পরা যায় না?
উঃ আহার, বিহার, বিহার, প্রহার,
[quads id=3]
আপনি যদি এ ধরনের তথ্যমূলক পোস্ট জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের অনেক উৎসাহ দেয়। আশা করি আপনারা আজকের পোস্ট: Best Bangla Dhadha Question and Answer – মজার প্রশ্ন ও উত্তর পড়ে পুরো বিষয়টি জানতে ও বুঝতে পেরেছেন। ধন্যবাদ আমাদের ওয়েবসাইটি ভিজিট করার জন্য!